ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


বাসে আগুন দেওয়ার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল


১৩ নভেম্বর ২০২০ ১৮:১১

আপডেট:
১০ মে ২০২৫ ১১:১৭

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ‌্যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগ তুলে সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন যুবলীগ দক্ষিণের নেতাকর্মীরা।

যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা। যুবলীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বাস মতিউর রহমান বাদশা, তাজউদ্দীন আহমেদ, জহির উদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, মসিউর রহমান


যুবলীগ