ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


কুমিল্লায় একদিনে ৯ জন করোনা আক্রান্ত


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২০ ০১:৫৪

কুমিল্লায় নতুন করে নয়জন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬ করোনা আক্রান্ত শনাক্ত হলো।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত নয়জনের মধ্যে তিতাস উপজেলায় তিনজন, দাউদকান্দির দুজন, বুড়িচংয়ের একজন, সদর দক্ষিণে একজন, ব্রাহ্মণপাড়ায় একজন ও চান্দিনা উপজেলায় একজন রয়েছে।

আগের আক্রান্ত সাতজনসহ কুমিল্লায় করোনাভাইরাস আক্রান্ত এখন ১৬ জনে দাঁড়িয়েছে।

নতুন আক্রান্তদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দিয়েছে কুমিল্লা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লায় হোম কেয়ারেন্টাইনে রয়েছে চার হাজার ১৩৬ জন। তিন হাজার ৩১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কুমিল্লা থেকে ১৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪৬ জনের রিপোর্ট পাওয়া গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন করোনায় মারা গেছেন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০৯ জন। আক্রান্ত এবং মৃত্যুর সর্বোচ্চ সংখ্যায় এটি নতুন রেকর্ড।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১০১২ জন।