ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ছাত্রলীগ কর্মীর ক্ষুধার আর্তনাদ, ১৫ দিনের খাবার পাঠালেন রাব্বানী


৪ এপ্রিল ২০২০ ০৭:৫৪

আপডেট:
৪ এপ্রিল ২০২০ ০৮:৪২

কোভিড-১৯ এ স্তব্ধ পুরো দেশ। যে কারণে  চাকরী খোঁজতে এসে রাজধানীতে বিপাকে পড়েছেন এক ছাত্রলীগকর্মী।   

আর ঐ ছাত্রলীগ কর্মীর ক্ষুধার আর্তনাদ শুনে , ১৫ দিনের খাবার পাঠালেন ডাকসুর জিএস ও ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

তিনি সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুক এক পোস্টে তথ্য জানান, তিনি বলেন,      

লন্ডন থেকে এক ছোট বোনের ইনবক্স পেলাম,

গুলশান কালাচাঁদ এলাকায় নরসিংদী থেকে ঢাকায় চাকরির জন্য আসা এক ছোটভাই একটা বাসায় অনাহারে আছে। নাম্বার নিয়ে তৎক্ষনাৎ ফোন দিলাম।

আমি পরিচয় দিতেই প্রায় কান্না জড়িত কন্ঠে জানালো, সে ছাত্রলীগের সক্রিয় কর্মী, পারিবারিক সমস্যার জন্য একটা জিমে চাকরি করতে এসেছে।

দুইদিন যাবত কিছু খায় নাই, খুব অসুস্থ বোধ করছে। সেই জিমের একটি রুমেই আছে সে, আশেপাশে কোন খাবার হোটেল খোলা নেই, পরিচিত কেউও নাই যে সাহায্য করবে।

আর বাস বন্ধ থাকায় দেশেও যেতে পারছে না।

আমার সাথে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, সরকারি তিতুমীর কলেজের মারুফ হাসানকে পাঠালাম।

ওর মাধ্যমে ছেলেটার কাছে খাবার, আগামী ১৫ দিনের খাদ্যসামগ্রী ও কিছু ফলমূল পাঠানো হয়েছে। আর অনেক চেষ্টার পর পাশের বাড়ির এক দারোয়ান চাচাকে অনুরোধ করে রান্নার ব্যবস্থাও করে দেয়া হয়েছে।

কিছুক্ষণ আগে মারুফ ফোন করে জানালো, ছেলেটা খুশীতে কান্না করছে। বলছিলো, ভাই এতটা অসুস্থ আর দুর্বল লাগছিলো, খাবার না পেলে হয়তো মারাই যেতাম। 

আপনার আশেপাশেই হয়তো পরিস্থিতির শিকার এমন অসহায় ক্ষুধার্ত-বিপদগ্রস্ত মানুষ আছে। একটু খোঁজ নিন, আপনার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করুন।

আন্তরিক ধন্যবাদ, স্নেহের অনুজ মারুফ হোসেন। এভাবেই সবসময় অসহায় মানুষের প্রয়োজনে পাশে থাকবি, এই প্রত্যাশা। 

এছাড়াও তিনি নিয়মিত ছিন্নমূল জনগণের পাশে দাড়িয়েছেন,এবং নিয়মিত খাবার বিতরন করে আসছেন।