করোনা সচেতনতায় উপজেলা ছাত্রলীগের মাস্ক-লিফলেট বিতরণ

‘মুজিববর্ষে অঙ্গিকার পরিষ্কার পরিচ্ছন্ন ভাইরাস মুক্ত দেশ হোক জনতার’ এই স্লোগানে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য টংগিবাড়ী উপজেলা সাধারণ মানুষের মাঝে সচেতনতা মুলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে ছাত্রলীগ । উপজেলা সদরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিপু মাঝিসহ প্রায় ৫০ জন ছাত্রলীগ কর্মী মাস্ক, ও সচেতনামূলক হ্যান্ডবিল বিতরণ করেন ।
এর পূর্বে, করোনা ভাইরাসরোধে সংক্রমণ রোধ ও সচেতনতায় রাজধানীতে হ্যান্ড স্যানিটাইজার, সচেতনতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার দুপুর থেকে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী ও যানবাহনের চালকদের এগুলো দেয়া হয়।