ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


দেশে আরও ২ করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা ১০


১৭ মার্চ ২০২০ ১৯:২৯

আপডেট:
১৯ মে ২০২৪ ২১:৫৯

ঢাকা: বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও দুই রোগী শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে একজন ইতালি থেকে আসা। আরেকজন যুক্তরাষ্ট্র থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০।

 মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তাদের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানায়।

আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘করোনাভাইরাসে নতুন করে দুজন পুরুষ আক্রান্ত হয়েছেন।

এদের মধ‌্যে একজন বিদেশ থেকে এসেছেন। আরেকজন বিদেশ থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। বিদেশ থেকে আসা ওই ব্যক্তি কোয়ারেনটাইনে রয়েছেন।’

বিজ্ঞাপন তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

দেশে এখনও কোনো কমিউনিটি ট্রান্সমিশন নেই। তবে লোকাল ট্রান্সমিশন রয়েছে।

বর্তমানে দেশে ১৬ জন আইসোলেশন এবং ৪৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।’ এছাড়া করোনা আক্রান্তদের জন্য বর্তমানে ১৫০টি আইসিইউ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।