ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


নোয়াখালীতে ছাত্রলীগ নেতা হত্যার আসামি শিবিরকর্মী ‘বন্দুকযুদ্ধে’ নিহত


৩ মার্চ ২০২০ ১৮:২০

আপডেট:
১০ মে ২০২৫ ১৪:০৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি শিবিরকর্মী নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত রোববার রাতে আমান উল্যাহপুর ইউনিয়নে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় শিবিরের হামলায় আহত রাকিবুল চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ঢাকা মেডিকেলে মারা যায়।

এ ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামিদের ধরতে থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে আমান উল্যাহপুরে অভিযান চালায়।

অভিযানিক একটি দল জনকল্যাণ মাঠ এলাকায় যাওয়া মাত্র শিবির ক্যাডার পিয়াস বাহিনী ও তার সশস্ত্র ক্যাডাররা পুলিশের উপর অতর্কিতে হামলা ও গুলি বর্ষণ করে।

এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

পরে শিবিরের ক্যাডাররা পিছু হটরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিলে পুলিশ তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, নিহত নজরুল রাকিবুল হত্যা মামলার আসামী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছে বলেও জানান ওসি।

এছাড়া হত্যা, অস্ত্র ও পুলিশের উপরে হামলার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।