ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ছাত্রলীগ সম্পাদক রাব্বানীকে দেখতে হাসপাতালে হাজী সেলিম


২২ নভেম্বর ২০১৮ ০৫:৩৭

আপডেট:
২৩ নভেম্বর ২০১৮ ০০:০৯

হাসপাতালে গোলাম রাব্বানীর সাথে হাজী সেলিম

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেখতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে গিয়েছিলেন আওয়ামীলীগ নেতা এবং এমপি হাজী সেলিম। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে এবং তার বড় ছেলে মোহাম্মাদ সোলাইমান সেলিমের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

বুধবার বিকালে রাব্বানীকে হাসপাতালে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোজ খবর নেন হাজী সেলিম। 

জানা গেছে, গোলাম রাব্বানীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে বলেও জানা গেছে।

বুধবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করছেন ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন।

বর্তমানে রাব্বানী রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

খায়রুজ্জামান লিটন জানিয়েছেন, 'রাব্বানীর দেহে প্লাটিলেট এখনও কম আছে। তবে আগের চেয়ে শারীরিক অবস্থা এখন ভালো।'

গোলাম রাব্বানীর বর্তমান অবস্থা সম্পর্কে ডা. এ বি এম আবদুল্লাহ জানিয়েছেন, 'তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিন্তার কিছু নেই। প্লাটিলেট বাড়ার সাথে সাথে তিনি সুস্থ হয়ে উঠবেন।'

এরআগে সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তারপর মঙ্গলবার বিকালে ডাক্তারদের পরামর্শে তাকে অধ্যাপক এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন ছাত্রলীগের এই নেতা।