ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮,৫০০

চীনে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১,৬৬৫


১৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৬

আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৭

 

চীনে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৬৫। শনিবার করোনা আক্রান্ত ১৪২ জনের প্রাণহানি ঘটে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।

স্বাস্থ্য অধিদফতরের বরাতে আল জাজিরা বলছে, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২,০০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮,৫০০।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস চীন সরকারকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে বলেছেন।

তিনি বলেছেন, ভাইরাসটি অপ্রতিরোধযোগ্য হয়ে উঠছে, যা মহামারী আকার ধারণ করতে পারে। এছাড়া চীনে ক্রমশ আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাড়া না থাকায় সমালোচনা করেছে সংস্থাটি।

গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এর সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ চীন। শুধু চীন-ই নয়, বিশ্বের অন্যান্য দেশেও ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।