শূন্য পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

ঢাকা: ঢাকা-১০সহ শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মনোনয়ন বোর্ড সভায় প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়।
গণভবনে অনুষ্ঠিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ঢাকা-১০ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দীন, বগুড়া-১ আসনে শাহাদারা মান্নান, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম, যশোর-৬ এ শাহীন চাকলাদার, বাগেরহাট-৪ আসনে আমিরুল ইসলাম মিলন মনোনয়ন পেয়েছেন।
আগামী ২১ মার্চ গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ এবং ঢাকা-১০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে ইসি। আসন তিনটিতে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৩ ফেব্রুয়ারি। প্রার্থীদের আপিল দায়ের ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১ মার্চ এবং ভোট গ্রহণ হবে ২১ মার্চ।
শূন্য হওয়া বাকি দুই আসনের (বগুড়া-১, যশোর-৬) তফসিল এখনও ঘোষণা করেনি ইসি। তফসিলের আগেই দলীয়ভাবে প্রার্থীদের নাম চূড়ান্ত করল আওয়ামী লীগ।