ছাত্রনেতা গোলাম রাব্বানীর সুস্থতা কামনায় কোটা আন্দোলনের নেতা

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা খ্যাত গোলাম রাব্বানীর সুস্থতা কামনা করেছেন কোটা আন্দোলনের অন্যতম নেতা এপিএম সোহেল।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই যুগ্ম আহ্বায়ক বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সুস্থতা কামনা করছি।'
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হলে একদিন পর মঙ্গলবার রাব্বানীকে স্কয়ার হাসপাতাল থেকে গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
গ্রীন লাইফ হাসপাতালের ডা. আব্দুল্লাহর তত্ত্ববধায়নে গোলাম রাব্বানীর চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ।
গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন দৈনিক আমাদের দিনকে বলেন, 'রাব্বানীর প্লাটিলেট ক্রমেই কমে গিয়েছিল। চিকিৎসকেরা ইতিমধ্যে তার ওষুধ পরিবর্তনও করেছেন। বর্তমানে আইসিউ থেকে বের করে কেবিনে রাখা হয়েছিল'
তবে কবে নাগাদ রাব্বানী হাসপাতাল থেকে ছাড়া পাবে তা বলতে পারেননি তিনি।