মুজিববর্ষ স্মরণে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বিভিন্ন কর্মসূচী

মুজিববর্ষ ২০২০ সালকে স্মরণিয় করে রাখতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।
গত মঙ্গলবার স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি শওকত হোসেন সজলের সভাপতিত্বে ও সাধরন সম্পাদক মো. সাব্বির আহমেদ শিমুলের পরিচালনা সন্ধ্যা আড়ে ৬ টায় আইসিবি বিডিবিএল ভবন মতিঝিল এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
এ অনুষ্ঠিত মুজিববর্ষের কর্মসূচী প্রনয়ণ ও বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিভিন্ন কর্মসূচী গ্রহন করে বিভিন্ন আহ্বায়ক কমিটি গঠন করে। এর মধ্যে উক্ত কমিটিগুলো হলো- ১) টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন।
বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন উপকমিটির
আহবায়ক করা হয়েছে কেন্দ্রীয় সহ সভাপতি গাজী মিজানুর রহমান এবং
সদস্য সচিব -মাহফুজুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক,অগ্রণী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটি।
২)মুজিব বর্ষ উপলক্ষে
র্যালী উপকমিটির আহবায়ক - তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ন- সাধারণ সম্পাদক।
সদস্য সচিব-মুস্তাফিজুর রহমান, ধর্ম সম্পাদক।
৩)আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশ।
আলোচনা সভা আয়োজন উপকমিটির আহবায়ক -মারুফ জামান কল্লোল, যুগ্ন- সাধারণ সম্পাদক।
সদস্য সচিব -সুমন কান্তি বাড়ৈ রনি, যুগ্ন- সাধারণ সম্পাদক।
স্মরণিকা প্রকাশ, সম্পাদক-সৈয়দ শাহিনুর রহমান, গন্থনা ও প্রকাশনা সম্পাদক।
৪) মিডিয়া উপকমিটি।
আহবায়ক - জসিম রেজা, প্রচার সম্পাদক।
৫) প্রচার (ব্যানার ও পোস্টার) উপকমিটি।
আহবায়ক - আনিসুর রহমান,দপ্তর সম্পাদক।
সদস্য সচিব - রিজেন্ট মাহমুদ সানিয়া, সভাপতি, বিডিবিএল প্রাতিষ্ঠানিক কমিটি।
৬) অর্থ উপকমিটি।
আহবায়ক - রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ- সভাপতি।
সদস্য সচিব -আসাদুল্লাহ্ আসাদ, অর্থ সম্পাদক।
এছাড়া বেসিক ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে মোঃ জাহিদুল ইসলাম কে অনুমোদন দেয়া হয়।