ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে সাদা প্যানেলে মনোনয়ন পেলেন তারিক


৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৯

আপডেট:
১০ মে ২০২৫ ১৩:০০

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে সাদা প্যানেলে মনোনয়ন পেলেন তারিকl

আসন্ন ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে (২০২০-২১) 'সাধারণ সম্পাদক' পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট মোঃ আহসান তারিক।

তিনি কেন্দ্রীয় আইন উপ-কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন। এর আগে তিনি ঢাকা বার আইনজীবী সমিতির (এজিএস) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি আওয়ামী আইনজীবী পরিষদের ঢাকা বার শাখায় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

এবিষয়ে এ্যাডভোকেট আহসান তারিক বলেন, বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত ভোটার ও সাদা প্যানেলে মনোনয়নপ্রাপ্ত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি রইলো আমার অশেষ কৃতজ্ঞতা।

দীর্ঘদিন আইনজীবীদের আমি যে সেবা করেছি এবং তাদের পাশে থেকেছি, এর ফলস্বরূপ ঢাকা বারের আইনজীবীবৃন্দ আমাকে মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী।

এপ্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এস.এম তৌকির আহমেদ জানান, তিনি অত্যান্ত দক্ষ, মার্জিত ও সুবিবেচক আইনজীবী নেতা।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল জয়লাভ করবে এ আশাবাদ ব্যক্ত করেছেন। উল্লেখ্য, আগামী (২৬-২৭ ফেব্রুয়ারি) দুইদিন ব্যাপী ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন (২০২০-২১) এর ভোট গ্রহণ হবে।