ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


দক্ষিণে তাপস ৬৩৬৫, ইশরাক ৪৫৩৯


২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০৫

আপডেট:
২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৬৩৬৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন পেয়েছেন ৪৫৩৯ ভোট।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট শেষ হওয়ার পরে গণনা শেষে ঢাকা দক্ষিণ সিটির অস্থায়ী কার্যালয়ে বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে মোট ২৬ কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে ধানের শীষের থেকে নৌকা এগিয়ে রয়েছে।

দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ফলাফল ঘোষণায় জানান, এখন পর্যন্ত নৌকা প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৬৩৬৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন পেয়েছেন ৪৫৩৯ ভোট। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এগিয়ে আছেন ১৮২৬ ভোটে।