ঢাকা রবিবার, ২রা জুন ২০২৪, ২০শে জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাকার দুই সিটির ভোট : জয়ের পথে আতিক-তাপস


২ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫৪

আপডেট:
২ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২০

বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুটোতেই মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছেন। সর্বশেষ ঢাকা দক্ষিণের ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। তাতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ০৩২ ভোট, তার নিকটবর্তী রয়েছেন বিএনপির ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তার ভোট সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭৭৫ ভোট। এছাড়া জাতীয় পাটির মোহাম্মদ সাইফুদ্দিন ৪ হাজার ৭৭২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান ২২ হাজার ৫৭৬ ভোট পেয়েছেন। এদিকে ঢাকা উত্তরের ৩৪৭ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ১১৩ ভোট। তার পরেই আছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি পেয়েছেন ৭৩ হাজার ০৬৭ ভোট। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হক ৩ হাজার ৫৮৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ ৭ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। ঢাকা দক্ষিণের বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। আর ঢাকা উত্তরে বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। এ দুই সিটি নির্বাচনে শনিবার সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে ভোট দিয়েছেন ভোটাররা। দুই সিটিতেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে। দক্ষিণে মেয়র পদে প্রার্থী সাত জন। তারা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস (নৌকা), বিএনপির ইশরাক হোসেন (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান (হাতপাখা), এনপিপির বাহরানে সুলতান বাহার (আম), বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা (ডাব) ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন (মাছ)। এছাড়া এ সিটিতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের ৭৫টি পদে ৩২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ২৫টি পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর সিটির ৬ মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম (নৌকা), বিএনপির তাবিথ আউয়াল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ (হাতপাখা), পিডিপির শাহীন খান (বাঘ), এনপিপির আনিসুর রহমান দেওয়ান (আম) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক (কাস্তে)। এই সিটিতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১৮টি পদে ৭৭ জন লড়ছেন। দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৭৫ ওয়ার্ডে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ ভোটার। আর উত্তর সিটিতে (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩০ লাখ দশ হাজার ২৭৩ জন।