ঢাকা শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


“৫ মিনিটে কেন্দ্র না ছাড়লে খবর আছে”


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৭

শনিবার সকাল ৮টা থেকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে সহিংসতার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ারও।

শনিবার সকাল ৮টা থেকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে সহিংসতার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ারও।

গণমাধ্যমের কাছে আল-আমীনের অভিযোগ, ‘কেন্দ্রের ভেতর গিয়ে বসতেই শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক নেতা ইব্রাহিম রাসেল আমাদের কক্ষের বাইরে ডেকে নেন এবং পাঁচ মিনিটের মধ্যে কার্জন হল এলাকা না ছাড়লে খবর আছে বলে হুমকি দেন। তখন আমরা ভয়ে বেরিয়ে যাই। ’