যাত্রাবাড়ীতে আ. লীগের ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে ওই এলাকার শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের আশপাশে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক জানান, ওই এলাকার ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী আবুল কালাম অনু এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বিদ্রোহী প্রার্থী এ কে ফজলুল হকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হন।
ফজলুল হকের সমর্থকদের অভিযোগ, তাদের ভোটকেন্দ্রের আশপাশে থাকতে দেওয়া হচ্ছে না, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ নিয়ে কথা-কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। তবে ভোটগ্রহণ শুরু হলেও এই এলাকায় পরিস্থিতি এখনো থমথমে।