রক্তের ও আত্মার ভাইবোন মাঠে, জয় সুনিশ্চিত : আতিকুল

আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় নিশ্চিত বলে মনে করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
গতকাল বুধবার গুলশানে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আতিকুল বলেন, ‘আজ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এসেছি।
এখানে আমার বড় ভাই, বোন, ভাগ্নে, ভাগনি, নাতি-নাতনিসহ আমার স্ত্রী-মেয়ে সবাই এসেছে আপনাদের কাছে ভোট চাইতে। ’
তিনি বলেন, ‘ওনারা আমার রক্তের ভাইবোন আর ভোটার ও কর্মী সমর্থকরা আপনারা হচ্ছেন আমার আত্মার ভাইবোন।
এই রক্তের ভাইবোন আর আত্মার ভাইবোন এক হয়ে এগিয়ে এসেছে, জয় সুনিশ্চিত। ’ ভোটারদের উদ্দেশে উত্তর সিটির সাবেক এই মেয়র বলেন, ‘আপনারা দেখে-শুনে ভোট দেবেন।
গত ৯ মাস কঠিন অনুশীলন করেছি, সেই অনুশীলন কাজে লাগিয়ে আমি সুস্থ, সচল আধুনিক ঢাকা গড়ব।
আর বিজয়ী হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখব। নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দেবে আধুনিক ঢাকা।
’ এ সময় তার বড় ভাই সাবেক বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সহধর্মিণী ডা. শায়লা সাগুফতা ইসলাম, একমাত্র কন্যা বুশরা আফরিন, বোন ও বোনের ছেলেমেয়েসহ পরিবারের সব সদস্য ছিলেন। গুলশানে পথসভা শেষে মিছিল নিয়ে নিকেতনের দিকে যান আতিকুল ইসলাম।