ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


তাপস-ইশরাক সমর্থকদের সংঘর্ষ

মারামারি নয়, ধাক্কাধাক্কি হয়েছে : ইসি সচিব


২৭ জানুয়ারী ২০২০ ১২:৫৭

আপডেট:
১০ মে ২০২৫ ১৫:১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাকে ‘ধাক্কাধাক্কি’ বলে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

আজ রোববার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সংঘর্ষের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় পুলিশের বরাত দিয়ে ইসি সচিব বলেন, ‘পুলিশের রিপোর্টে দেখলাম, মারামারি বলতে যেটা বোঝায়, সেটা নয়। দুই গ্রুপই পুলিশকে না জানিয়ে মিছিল নিয়ে দুই দিক থেকে আসে। তারা এক মোহনায় মিলিত হয়েছে।

তখন একটা ধাক্কাধাক্কি অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে যে, আমাদের যদি আগে জানানো হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটত না।’

প্রসঙ্গত, রোববার দুপুর ১টার দিকে রাজধানীর গোপীবাগের আর কে মিশন রোডে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় গণমাধ্যমকর্মীসহ দুই দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।