আনিসুল হকের কবর জিয়ারত করলেন তাবিথ-ইশরাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের কবর জিয়ারত করলেন বিএনপি মনোনীত ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
আজ শুক্রবার সকালে তাবিথ-ইশরাক বনানী কবরস্থানে আনিসুল হকের কবর জিয়ারত করেন। তার আগে তারা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।
আজ সকাল সাড়ে ১০টায় কোকোর কবর জিয়ারত করার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
কোকোর কবর জিয়ারত শেষে তাবিথ-ইশরাক আনিসুল হকের কবর জিয়ারতে যান। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।