এক বছরে বিমানের লাভ ২৭৩ কোটি টাকা : বিমান প্রতিমন্ত্রী

গত এক বছরের ভেতর সব দেনা পরিশোধ করে বিমান মন্ত্রণালয় ২৭৩ কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
আজ শুক্রবার সকালে মাধবপুর উপজেলার কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মাহবুব আলী বলেন, ‘বিমান এখন একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। যাত্রীদের সুবিধার্থে হরষপুর মনতলা রেলস্টেশনে আন্তনগর সব ধরনের ট্রেনের স্টেপেজ ব্যবস্থা করা হবে। ’
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নিত করার প্রকল্প সরকার হাতে নিয়েছে। ঢাকা-সিলেট রেললাইন ডাবল করার কার্যক্রম শুরু হবে। এগুলো হয়ে গেলে যাত্রীদের দুর্ভোগ কমে আসবে। ’
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আব্দুর নুর, রহম আলী, সুকোমল রায়, তাজুল ইসলাম, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, অধ্যক্ষ সিরাজুল হক প্রমুখ।