ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


পাকিস্তান এখন আমাদের অনুসরণ করছে: পররাষ্ট্রমন্ত্রী


১৮ জানুয়ারী ২০২০ ০৯:০৫

আপডেট:
১০ মে ২০২৫ ১৯:৫৬

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যে পাকিস্তান আমাদের বঞ্চিত করে রেখেছিল, সেই পাকিস্তানই এখন আমাদের অনুসরণ করছে। 

তিনি বলেন, পাকিস্তানিরা এখন তাদের প্রধানমন্ত্রীকে বলে, আগামী ১০ বছরে সুইজারল্যান্ড না বানিয়ে পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দেখান। অন্তত বাংলাদেশের মতো হলেই পাকিস্তানের মানুষ খুশি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমেই আমরা স্বাধীনতা পেয়েছি। আজ সেই স্বাধীন বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা এর সুফল ভোগ করছি। 

পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব বলেন। সভায়

পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর ১১৮টি ভাষণ তিনি সংগ্রহ করেছেন। মুজিববর্ষে এই ভাষণগুলো নিয়ে তিনি একটি বই প্রকাশ করবেন।

সরকারের এক বছরে সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে আয়োজিত এই সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিলেটের বড় বড় উন্নয়ন প্রকল্প তুলে ধরেন। 

তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজের অর্থ বরাদ্দ দিয়েছে এডিবি। শীঘ্রই এর কাজ শুরু হবে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতিও অনেক ভালো।

মন্ত্রী বলেন, সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সিলেটকে ডিজিটাল সিটি হিসেবে গড়ে তোলার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। পুরো নগরী এখন সিসি ক্যামেরার আওতায়। নগরীর বিদ্যুৎ সরবরাহ লাইন মাটির নীচে নেওয়া হচ্ছে। এতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনা ও বিদ্যুৎ বিভ্রাট দূর হবে। সিলেট নগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী ১২শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এসব কাজ সম্পন্ন হলে নগরীর চেহারা পাল্টে যাবে।   

শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে একসঙ্গে ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলছে। 

তিনি বলেন, সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন চলছে। 

মন্ত্রী জানান, সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েল গেজ করা হবে। তখন এই রুটে নতুন ট্রেন আনা হবে। এর আগে যে ট্রেনগুলো আছে, সেগুলোতে নতুন উন্নত বগি সংযোজন করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন দেশ নয়, এখন সম্ভাবনার দেশ। এই মুজিব বর্ষে সারা বিশ্বকে আমরা তা জানিয়ে দিতে চাই। এ জন্য বিশ্বজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। ইতিমধ্যে ইউনেস্কো যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে সম্মত হয়েছে।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন প্রমুখ। 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ গেইট এলাকায় ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।