আমরা আচরণবিধি মানছি, বিএনপি মানছে না

ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী আচরণবিধি মানছি, কিন্তু বিএনপি মানছে না। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমাদের মিছিল দেখে তারা ব্যঙ্গাত্মক গান পরিবেশন করছে। আমরা তাদের কিছুই বলিনি। আমরা পাশে দিয়ে আমাদের গণসংযোগের কার্যক্রম চালাচ্ছি।
সোমবার (১৩ জানুয়ারি) খিলগাঁও তালতলা মার্কেট থেকে আতিকুল ইসলাম চতুর্থ দিনের নির্বাচনী প্রচারণা শুরু করে এ কথা জানান।
আতিকুল বলেন, মাদক ও যানজট মুক্ত ঢাকা গড়া আমার অঙ্গীকার। ঢাকাকে বসবাস উপযোগি করে তৈরি করব। বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল গতকাল নির্বাচনী প্রচার কাজে আওয়ামী লীগ বাধা দিচ্ছে এমন অভিযোগ করেছেন। যা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।
প্রচারণার সময় আধুনিক, সুস্থ সবল,সচল ও মানবিক ঢাকা করার প্রত্যয় ৩০ জানুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আতিকুলের নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা উত্তর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাখাওয়াত হোসেন সহ মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।