ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


নানকের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে


৭ জানুয়ারী ২০২০ ০১:৫৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২৩:০৬

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুকে ব্যথা অনুভব করলে চেক-আপের জন্য সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ সময় চিকিৎসকরা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামর্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এনজিওগ্রামে দুটি ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের বরাত দিয়ে নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব জানান, ‘ওনার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। একটি ব্লক ১০০ ভাগ আর অন্যটি ৫০ ভাগ।’

তিনি বলেন, এর মধ্যে শতভাগ ব্লকটিতে রিং বসানো হয়েছে। যে ব্লকটি ৫০ ভাগ, সেটি ওষুধে সেরে যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নানক বর্তমানে করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি। ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্ত্বাবধানে আগামী তিন দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে।