ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ ঢাবি কর্তৃপক্ষের

ছাত্রী ধর্ষণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, “মেয়েটির বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছে। আর বিশ্ববিদ্যালয় শাহবাগ থানাধীন হওয়ায় ঢাবি কর্তৃপক্ষ শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি। ”
গোলাম রব্বানী আরও বলেন, “আমরা পুলিশের কাছে পুরো ঘটনার বিবরণ দিয়েছি সেটি পুলিশ দেখবে।
আমরা তাকে সব ধরনের সাপোর্ট দিচ্ছি। মামলার অগ্রগতি হচ্ছে ধর্ষক যেখানে আছে আমরা জায়গা চিহ্নিত করেছি, আলামতও সংগ্রহ করেছি। ”
এ দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেটি মামলায় সংযুক্তির জন্য ক্যান্টনমেন্ট থানায় পাঠিয়ে দিচ্ছি।
এর আগে একই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন নির্যাতিত শিক্ষার্থীর বাবা।
রবিবার সন্ধ্যায় কুর্মিটোলায় বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নেমে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী।
তিনি রোকেয়া হলের ছাত্রী। বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানা এলাকার শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির একটি বাসে ওঠেন ওই শিক্ষার্থী।
সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে সিএনজিচালিত অটোরিকশাতে চড়ে ক্যাম্পাসে ফেরেন। পরে রাত ১২টার দিকে তাকে ঢামেকের ওসিসিতে ভর্তি করান সহপাঠীরা।