ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


শ্রীংলা বি. চৌধুরীর সাক্ষাৎ সোমবার


১৯ নভেম্বর ২০১৮ ০৬:২৩

আপডেট:
১০ মে ২০২৫ ০৮:৫৯

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সোমবার বেলা ১টার দিকে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বি’তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

সাক্ষাতে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের যুগ্ম মহাসচিব, দলের মুখপাত্র মাহী বি. চৌধুরী থাকবেন। হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎ শেষে বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।