ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্য কে নিয়ে ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ডুমুরিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ রানা অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা, মোঃ নুরুজ্জামান অফিসার ইনচার্জ খর্নিয়া হাইওয়ে থানা , রানা আহমেদ সার্জেন্ট খুলনা জেলা পুলিশ,এ সময় আরও উপস্থিত ছিলেন,নিসচা'র ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কাইয়ুম জমাদ্দার,পৃষ্ঠপোষক মোঃ এনায়েত হোসেন শেখ, মমিনুর রহমান গোলদার,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক,জাহাঙ্গীর আলম মুকুল,সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, যুব বিষয়ক সম্পাদক,গাজী সোহেল আহমেদ,কার্যকরী সদস্য, নাসির উদ্দিন বাগাতী, এম এম আব্দুল জলিল, জুয়েল বিশ্বাস, মোঃ মহিতুর রহমান, তন্ময় অধিকারী, হুসাইন আহমেদ, হাবিবুর রহমান খান, মোঃ মুজাহিদুল ইসলাম সেতু, মোঃ বিল্লাল হোসেন, মোঃ শাহরুজ্জামান সবুজ, এম এ জলিল, আব্দুর রহমান বেপারী, আলিমুল ইসলাম, ডঃ আলমগীর হোসেন, রাশেদুজ্জামান, পরিবহন চালক, শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
####
ডুমুরিয়ায় দুই মরদেহ উদ্ধার
ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামে আমগাছে ঝুলন্ত অবস্থায় জীম খান (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল গ্রামের জাকির হোসেন খানের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানায়—রবিবার সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জীম। রাতভর বাসায় না ফেরায় সকালে তার পিতা খোঁজ শুরু করেন। সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের বাগানে আমগাছের সঙ্গে গলায় চাদর প্যাঁচানো অবস্থায় ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।
পরিবারের দাবি—জীমকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। মরদেহ নিচে নামানোর পর দেখা যায় তার বাম চোখ উপড়ে নেওয়া হয়েছে। নিহতের বাবা সুষ্ঠু তদন্ত ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে জেলা ডিবি পুলিশের এসআই উজ্জ্বল হোসেন,এসআই মুহিদ হাসান, ও ডুমুরিয়া থানার ওসি মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিন উপজেলার চুকনগর বাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পাগল বেশে ঘোরাফেরা করতেন।
## মোক্তার হোসেন
০১৭১১২১২০৬৩
