গর্জনিয়া সুলতানিয়া ইসলামিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার ৩৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামু উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া সুলতানিয়া ইসলামিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের ৩৫তম বার্ষিক সভা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-উলামা, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসলমানদের সমাগমে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ আব্দুল হক, পরিচালক—এমদাদুল উলুম মাদ্রাসা, জোয়ারিয়ানালা, রামু। তিনি তার বক্তব্যে বলেন, “দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে এ প্রতিষ্ঠান কোরআন ও দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। সমাজ গঠনে এর অবদান অত্যন্ত মূল্যবান।”
বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা এমদাদুল্লাহ, সিনিয়র শিক্ষক—এমদাদুল উলুম মাদ্রাসা, জোয়ারিয়ানালা, রামু।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হাফেজ জালাল উদ্দিন ফারুকী, পরিচালক—আল-মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা।
তিনি বলেন, “কোরআন শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এখন সময়ের দাবি। এ প্রতিষ্ঠান সে দায়িত্ব পালন করে যাচ্ছে দায়িত্বশীলতার সঙ্গে।”
বিশেষ আলোচক হযরত মাওলানা ওমর ফারুক সিরাজী, সহ-সভাপতি—ওলামা মাশায়েখ পরিষদ, বান্দরবান,
তিনি মাদ্রাসা শিক্ষা প্রসার ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সেলিম উল্লাহ, জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা জসিম উদ্দিন, খাদেম—গর্জনিয়া সুলতানিয়া ইসলামিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা।
শেষে দেশ-জাতি, মুসলিম উম্মাহ এবং প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
