ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ভিপি নুরের কথাবার্তা দুঃখজনক এবং অকৃতজ্ঞতার পরিচায়ক: ডিএমসি পরিচালক


১ জানুয়ারী ২০২০ ০৬:০৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৪:২৪

 

ভিপি নুরের কথাবার্তা দুঃখজনক এবং অকৃতজ্ঞতার পরিচায়ক: ডিএমসি পরিচালক
প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসা নেবার নয় দিন পর ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র পেলেন ডাকসু ভিপি নুর।

কিন্তু পুরোপুরি সেরে ওঠার আগেই তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। ভিপি নুর বলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষ কি বাঁচাতে চেয়েছে না মারতে চেয়েছে, তা নিয়ে সন্দিহান। কারণ তার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে অবনতি হচ্ছে।'


নুরের এ অভিযোগের প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলছেন, নুরের এধরনের কথাবার্তা দুঃখজনক এবং অকৃতজ্ঞতার পরিচায়ক।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নুরের অভিযোগ ভিত্তিহীন। শারীরিক সুস্থতা আছে দেখেই তাকে ছাড়া হয়েছে।

এরপরেও নিজেকে পুরোপুরি সুস্থ্ নয় দাবি করে ঢাকা মেডিকেল ছাড়েন ডাকসু ভিপি। নতুন করে ভর্তি হন মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে।

ভিপি নুর অভিযোগ করেন, ছাত্রলীগকে আড়াল করতেই তাদের মামলা নেয়নি পুলিশ।