সেই শতবর্ষী আওয়ামী লীগ নেতা দেখা পেলেন প্রধানমন্ত্রীর

প্রচণ্ড শীতের মধ্যেও বয়সের ভারে নুয়ে পড়া, লাঠিতে ভর করে আওয়ামী লীগের ২১তম সম্মেলনে এসে অনেকের নজর কেড়েছেন ১০১ বছর বয়সী কুষ্টিয়ার ইসহাক আলী।
তখন তিনি জানিয়েছিলেন, “শেষ ইচ্ছা, শেখের বেটিকে এক নজর দেখার।”
সোমবার তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পেয়েছেন ইসহাক আলী।
আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মাধ্যমে তাকে ডেকে নেন দলীয় সভানেত্রী।
এ সময় ১৯৫০ সালে যশোরে জাতির পিতার জনসভার স্মৃতিচারণ মনোযোগ দিয়ে শোনেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
সে সময় মঞ্চে কে কে উপস্থিত ছিলেন এবং ভাষণে কী বলেছিলেন সেসব স্মৃতি প্রধানমন্ত্রী তার কাছ থেকে শোনেন। এক পর্যায়ে শতবর্ষী ইসহাক আলী মাস্টার আবেগে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করেন।
গণভবনে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শতবর্ষী এই আওয়ামী লীগ নেতা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের মতো বঙ্গবন্ধুপ্রেমী আছে বলেই আওয়ামী লীগের ভীত এত শক্ত।
ইসহাক আলী মাস্টারের সঙ্গে ছিলেন তার ছেলে ও ছেলের বউ।
ইসহাক আলী কুষ্টিয়ার আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দলীয় সমর্থনে চার বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন তিনি।
এলাকার মানুষের কাছে ইসহাক আলী মাস্টার নামে পরিচিত এই রাজনীতিক ১৫ দিন আগেও কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার ছোট ছেলে আলী মর্তুজা খসরু কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।