ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন ২১ নম্বর ওয়ার্ডে নৌকার মাঝি আসাদ


৩০ ডিসেম্বর ২০১৯ ০৮:৩১

আপডেট:
১১ মে ২০২৫ ০১:৪২

২০১৫ সালের নির্বাচনেও আগ্রহী প্রার্থী ছিলেন। দলের সিদ্ধান্তে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তবে হাল ছাড়েননি। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এবং পরিবাগ নিয়ে গঠিত এই ওয়ার্ডে এবার দলীয় সমর্থন পেলেন আসাদ। রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসাদসহ অন্য কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এদিকে আসাদের মনোনয়নপ্রাপ্তির খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দমিছিল করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয় পাওয়ার বিষয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, আমি গতবার মনোনয়ন না পেলেও নিজের এলাকার মানুষের পাশে ছিলাম। তাদের সুখ-দুঃখের ভাগ নিতে চেষ্টা করেছি। মানুষের পাশে থাকার জন্য মনোনয়ন মূখ্য নয়। আমি সাধারণ মানুষের কাছে থেকে তাদের সেবা করার চেষ্টা করেছি। গত পাঁচ বছর তারা আমাকে কাছে পেয়েছে। ভবিষ্যতেও পাবে।

তিনি আরও বলেন, আমি ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের বিপদে-আপদে তাদের সঙ্গেই ছিলাম। গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মশক নিধনে নানা কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। জনপ্রতিনিধি হলে মানুষের উন্নয়ন করার সুযোগ বেশি। তাই তাদের পাশে থেকে সেই সুযোগটাই কাজে লাগাতে চাই।

 

আসাদ বলেন, আশা করছি সাধারণ মানুষ আমার এই কার্যক্রমের মূল্যায়ন করবেন। দল-মত-নির্বিশেষে সবাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে কথা দিচ্ছি সাধারণ মানুষের প্রত্যাশা ও তাদের তাদের যে সেবা প্রাপ্তির নিশ্চয়তা, সেটা নিশ্চত করাই হবে আমার প্রথম কাজ।

কাউন্সিলর নির্বাচনে মনোনয়ন পাওয়া সাবেক ছাত্রলীগের এই কেন্দ্রীয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।