ঢাকা সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী তাপস-আতিকুল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে ফজলে নূর তাপস আর উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলামের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রবিবার দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি।
শনিবার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মেয়রপদে তাপস ও আতিকুলকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বলে একাধিক সূত্র জানিয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার।
দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়ন পাওয়ার আশার কথা জানালেও তাপসকেই চূড়ান্ত করল আওয়ামী লীগ। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই মেয়র।
দুই সিটিতে মোট ২০ জন প্রার্থী মেয়র পদে নৌকার মনোনয়নপত্র কেনেন। আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্সিলর পদে মনোনয়ন কেনেন হাজার প্রার্থীরও বেশি।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হয়েছেন তাবিথ আউয়াল। আর দক্ষিণের মেয়র প্রার্থী হয়েছেন সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।