ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


মনোনয়ন ফরম জমা দিলেন নজিবুল্লাহ হিরু


২৮ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৫

আপডেট:
২৮ ডিসেম্বর ২০১৯ ০৫:০১

 

আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় ফরম সংগ্রহের পর তা জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। তিনি বর্তমান কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ও লিগ্যাল এইড এডুকেশনেরচেয়ারম্যান   । সদ্য সাবেক  কমিটির সদস্য।  

এছাড়া তিনি সাবেক  অাইনজীবি সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণসম্পাদক। 

এবং তৎকালীন জগন্নাথ  কলেজ বর্তমান  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্মসচিব ছিলেন।   

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পুরাতন ভবনে ফরম জমা দিতে যান তিনি। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক দলীয় লোক উপস্থিত ছিলেন। ।

এর আগে আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।