মনোনয়ন ফরম জমা দিলেন নজিবুল্লাহ হিরু

আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় ফরম সংগ্রহের পর তা জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। তিনি বর্তমান কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ও লিগ্যাল এইড এডুকেশনেরচেয়ারম্যান । সদ্য সাবেক কমিটির সদস্য।
এছাড়া তিনি সাবেক অাইনজীবি সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণসম্পাদক।
এবং তৎকালীন জগন্নাথ কলেজ বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্মসচিব ছিলেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পুরাতন ভবনে ফরম জমা দিতে যান তিনি। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক দলীয় লোক উপস্থিত ছিলেন। ।
এর আগে আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।