‘আপনি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য করেছেন’

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যারা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে তাদের সঙ্গে ঐক্য করি নাই। ড. কামাল হোসেন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য করলেন। তারা তাদের (স্বাধীনতা বিরোধী) স্বীকৃতি দিয়েছেন।
|
শনিবার রাজধানীর বাড্ডায় বিকল্পধারার নির্বাচনী কার্যালয়ে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের প্রার্থী মনোনয়ন বিষয়ে আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে বি. চৌধুরী এ কথা বলেন। অনুষ্ঠানে ড্যাবের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বিকল্পধারায় যোগ দেন।
বি চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে তারা যখন ঐক্য করলেন তখন আমাদের স্মরণ হয় লাখ লাখ শহীদদের, নির্যাতিত মা বোনদের। তারাই আমাদের ঐক্যের প্রতীক। আমরা স্মরণ করি ইতিহাসের স্বাপ্নিক পুরুষ বঙ্গবন্ধুকে, জিয়াউর রহমানকে, মওলানা ভাসনীকে, হোসেন শহীদ সেহরাওয়ার্দীকে, শেরে বাংলা ফজলুল হককে, ওসমানীকে। কিন্তু কোনো দলের মেনিফেস্টোতে এই সব নেতাদের নাম নেই। যুক্তফ্রন্ট এই সব নেতাকে শ্রদ্ধা করে এবং দেশে শ্রদ্ধার রাজনীতি স্থাপন করবে।
ক্ষমতাসীন ১৪ দলের সঙ্গেই জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে পারি, যে আমরা ১৪ দলের সঙ্গে কথা বলছি। আমরা নির্বাচনে ঐক্য করার চেষ্টা করছি। এটা অত্যন্ত স্পষ্ট। এর মধ্যে কোনো লুকোচুরি নেই।
তবে, জোটবদ্ধ হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি বলেও জানান চারদলীয় জোট সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ধরনের জোট করা হবে না বলেও জানান যুক্তফ্রন্টের চেয়ারম্যান।
নির্বাচন কমিশন প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নির্বাচন কমিশনকেই সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব সচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়কারী গোলাম সারোয়ার মিলন, ইঞ্জিনিয়ার ইউসুফ, সদ্য বিকল্পধারায় যোগদানকারী রফিকুল ইসলাম চৌধুরী, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএলডিপি মহাসচিব দেলোয়ার হোসেন, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেইন ঈসা, জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ মো. আসাদুজ্জামান, মহাসচিব এম আশিকুজ্জামান, বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, মহাসচিব সেলিম আহমেদ, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্টের সভাপতি দীলিপ কুমার দাস, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।