ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


বিএনপির মনোনয়নপত্র নিলেন রিপন-তাবিথ-ইশরাক


২৭ ডিসেম্বর ২০১৯ ০৪:১৮

আপডেট:
১১ মে ২০২৫ ০৫:১৩

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। 

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও দলটির প্রয়াত নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। 

যা নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিএনপি।