বেআক্কেলের মতো কাম কইরা ফেলছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

অবশেষে নিজের ভুল স্বীকার করে রাজাকারের তালিকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘আমি রাজাকারদের তালিক যাচাই-বাছাই না কইরাই বেআক্কেলের মতো কাম কইরা ফেলি, এটা বোকামি হয়েছে। আমি দুঃখিত।’
তবে তিনি হুংকার দিয়ে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রক্ষিত তালিকা আর প্রকাশ করা হবে না। তবে ষড়যন্ত্রকারীদের হুংকারে এই তালিকা বন্ধ হয়ে যাবে না। রাজাকারের তালিকা অবশ্যই প্রকাশ করা হবে।’
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নওগাঁয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আমার নাম যদি রাজাকারের তালিকায় আস্তো আমি যে কষ্ট পেতাম, আমার সহকর্মী ভাইদের নাম যেখানে এসেছে আমি ঠিক একইভাবে কষ্ট পেয়েছি।’
এবার নির্ভুলভাবে প্রকাশের জন্য গ্রাম থেকে কমিটির মাধ্যমে তালিকা নেয়া হবে, যাতে করে এই তালিকায় প্রকৃত রাজাকারদের নাম উঠে আসে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তফরদার, জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়া প্রমুখ।