ঢাকা মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


কাউন্সিলর পদে নৌকার মনোনয়ন ফরম বিতরণ বৃহস্পতিবার


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৮

 

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় সমর্থনের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এবং ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্রের মূল্য দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।