ঢাকা মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০১৯ ০৭:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের ওপর হামলায় সমালোচনা ও বিতর্কের মুখে রয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। ‘সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে’ সংগঠনটির একাংশের নেতৃত্বে পরিবর্তন এসেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগের সাবেক দুই নেতা এস এম জাকারিয়া ইসলামকে মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি ও ইফতেখার আলম রিশাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।


ভিপি নুরের ওপর হামলার পর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে আত্মগোপনে আছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

প্রসঙ্গত,গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরসহ তার অনুসারীদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত মুক্তিযুদ্ধ মঞ্চ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করে বেশকিছু সংগঠন। সরকারের পক্ষ থেকেও দোষীদের বিচারের আশ্বাস দেয়া হয়।