ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো জাতি: ইসি কমিশনার


১৭ নভেম্বর ২০১৮ ১৯:২৩

আপডেট:
৪ মে ২০২৪ ২২:১৫

একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পুরো জাতি নির্বাচন কমিশনের (ইসি) দিকে তাকিয়ে আছে। আমরা জাতির সে প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর, ঠিক এভাবেই বললেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ( অব) শাহাদাত হোসেন চৌধুরী।

শনিবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইভিএম ব্যবহার এবং সফটওয়্যার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা চাই, আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন।’

নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন নির্বাচন কমিশনার।


তিনি এ সময়, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত সকল কাজ আইনানুগ ভাবে করার পাশাপাশি নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন।

শাহাদত হোসেন বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের আইনের আশ্রয় নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তেব্য ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক বলেন, নির্বাচন সংক্রান্ত সকল কাজ আইনানুগ ভাবে করতে হবে ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের কাজে কোনো ধরনের অবহেলা হলে কমিশন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।