এলাকায় মিষ্টি বিতরণ
মাদারীপুর জেলায় আওয়ামী লীগের কমিটিতে ৪ জন

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে চার নেতা পদ পাওয়ায় মাদারীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সাবেক মন্ত্রী ও মাদারীপুর সদর আসনের এমপি শাজাহান খানকে প্রেসিডিয়াম সদস্য করার পাশাপাশি মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এবার যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক দপ্তর সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এমপি ড. আব্দুস সোবাহান গোলাপকে প্রচার প্রকাশনা সম্পাদক করা হয়েছে। এ ছাড়া বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন। তিনি গতবারও একই পদে ছিলেন।
শনিবার বিকেলে আনন্দ মিছিলটি মাদারীপুর শহরের কলেজ গেট এলাকা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শাজাহান খান সমর্থক ও নেতা–কর্মীরা দলীয় সভাপতিকে ধন্যবাদ দিয়ে আনন্দ উল্লাস করেন।
মাদারীপুর সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম জানান, আমাদের নেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মাদারীপুরের সাংসদ ও সাবেক মন্ত্রী শাজাহান খান কে যেভাবে মূল্যায়ন করেছে এটা তার কর্ম, তার দক্ষতাকে শেখ হাসিনা মূল্যায়ন করেছেন।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক বলেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও তিনবারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে যুগ্ম সাধারণ সম্পাদক করায় জেলা ছাত্রলীগ উৎফুল্ল। এ জন্য জেলা জুড়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তবে আমরা কাউন্সিলে ঢাকা থাকায় আনন্দ মিছিল করতে পারছি না। আমাদের পক্ষ থেকে মাননীয় নেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।
মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম বলেন, আমাদের মাদারীপুর ৩ আসনের এমপি ড. আব্দুস সোবাহান গোলাপকে প্রচার সম্পাদক করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই