ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


আ. লীগের দপ্তর সম্পাদক হলেন বিপ্লব বড়ুয়া


২২ ডিসেম্বর ২০১৯ ০৫:১৪

আপডেট:
১১ মে ২০২৫ ০৮:৪৪

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শেষ দিনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এর আগে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক-এর দায়িত্ব পালন করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন তিনি। এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।