ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


এক নজরে আওয়ামী লীগের অন্যান্য পদে নির্বাচিতরা


২২ ডিসেম্বর ২০১৯ ০২:১৪

আপডেট:
২২ ডিসেম্বর ২০১৯ ১৩:০৬

শনিবার দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন


আওয়ামী লীগের ২১তম কাউন্সিল নির্বাচনে শেখ হাসিনা সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে অন্যান্য পদে যারা সদস্য হয়েছেন তারা হলেন—

সভাপতিমণ্ডলী

১. সৈয়দা সাজেদা চৌধুরী

২. শেখ ফজলুল করিম সেলিম

৩. বেগম মতিয়া চৌধুরী

৪. মোহাম্মদ নাসিম

৫. কাজী জাফরউল্লাহ

৬. সাহারা খাতুন

৭. নুরুল ইসলাম নাহিদ

৮. ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

৯. অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য

১০. ড. আব্দুর রাজ্জাক

১১. লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান

১২. অ্যাডভোকেট আব্দুল মান্নান খান

১৩. অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু

১৪. শাজাহান খান

১৫. জাহাঙ্গীর কবির নানক

১৬. আব্দুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক

১. মাহবুব উল আলম হানিফ

২. ডা. দীপু মনি

৩. ড. হাছান মাহমুদ

৪. বাহাউদ্দিন নাছিম।

সাংগঠনিক সম্পাদক

১. আবু সাঈদ আল মাহমুদ স্বপন

২. এস এম কামাল হোসেন

৩. মির্জা আজম

৪. বি এম মোজাম্মেল হক।

সম্পাদকমণ্ডলী

১. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাম্মী আহমেদ

২. আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু

৩. দফতর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

৪. প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. আব্দুস সোবাহান গোলাপ

৫. ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী

৬. মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আফরোজ চুমকী

৭. শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা

৮. সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন অসীম কুমার উকিল

৯. স্বাস্থ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. রোকেয়া সুলতানা।