বিজয় দিবসে স্বেচ্ছাসেবক লীগের রক্তদান কর্মসূচি

দেশের স্বাধীনতার জন্য যে সোনার সন্তানেরা প্রাণ দিয়েছিলেন আজ জাতীয় বিজয়ের ৪৮তম বার্ষিকীতে সেই বীর সন্তানদের স্মরণে দেশব্যাপী রক্তদান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
এবং ঢাকা দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক ইসাহাক সাঈদ।
উত্তর সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম ।
এছাড়া সকালে সাভার থেকে ফিরে সকাল ৮টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই এ কর্মসূচী উদ্বোধন করেন তারা।