আওয়ামী লীগের সম্মেলনের আমন্ত্রণপত্রে ভুল!

আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ইতোমধ্যে ছাপানো হয়েছে সম্মেলনের আমন্ত্রণপত্র। এসব আমন্ত্রণপত্র বিতরণও করা হচ্ছে।
বলতে গেলে অতিথিদের হাতে চলে গেছে আমন্ত্রণপত্র।
তবে আমন্ত্রণপত্রে দৃষ্টিকটু দুটি ভুল রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্টদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আমন্ত্রণপত্রের শুরুতে লেখা হয়েছে, সংগ্রাম ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের গৌরবময় অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে আগামী ২০-২১ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
এখানে সংগ্রাম ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের- এ বাক্যাংশে সংগ্রাম ও ইতিহাসের পর যতিচিহ্ন ব্যবহার করা হয়নি।
আবার সম্মেলন অনুক্রম অংশে কাউন্সিল অধিবেশনের স্থান ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউশন লেখা হয়েছে। এখানে ইঞ্জিনিয়ার্স না লিখে ইঞ্জিনিয়ারর্স লেখা হয়েছে। আবার ইনস্টিটিউশন শব্দটি বেশি প্রচলিত হলেও ইন্সটিটিউশন লেখা হয়েছে।
এদিকে রবিবার বিকেল ৩টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানস্থল সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অভ্যর্থনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিঠির এ ভুল নিয়ে সমালোচনা হয়।
জানা গেছে, আমন্ত্রণপত্র প্রস্তুত ও বিতরণের দায়িত্ব ছিল দলের দপ্তরে দায়িত্বরতদের। আমন্ত্রণপত্রে ভুলের বিষয়ে জানতে দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ফোন দেওয়া হলে বিষয়টি শোনামাত্র তিনি ফোন রেখে দেন। পরে আর ফোন ধরেননি।