ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


শরীয়তপুরে দুদকের গণশুনানি


১৩ ডিসেম্বর ২০১৯ ০৮:০৪

আপডেট:
১১ মে ২০২৫ ০৭:১৬

শরীয়তপুরে দুর্নী‌তি দমন ক‌মিশন দুদকের গণশুনানি হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার সকাল ১০টার দি‌কে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনা‌নি‌তে ৪৩টি অভিযোগ তুলে ধরা হয়। ফ‌রিদপুর সম‌ন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন ক‌মিশন অনুষ্ঠানের আয়োজন করে।

শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তা‌হে‌রের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি ছি‌লেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান।

বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপার আবদুল মো‌মেন, সদর উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল হা‌সেম তপাদার, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুর রহমান শেখ, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান। এ সময় জেলা সরকা‌রি-বেসরকারি দপ্ত‌রের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

দুদকের গণশুনানিতে জেলা সরকা‌রি দপ্ত‌রের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির অভিযোগের বিষ‌য়ে শুনা‌নি হয়। এর আগে গত এক সপ্তাহ ধ‌রে অভি‌যোগ নেয় দুদক।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান ব‌লেন, দুর্নী‌তি মানু‌ষের চিন্তা, চেতনা, বু‌দ্ধিমত্তা, মনন‌শীলতার ম‌ধ্যে ঢুকে গে‌ছে। এসব থেকে আমা‌দের সবার বে‌রিয়ে আস‌তে হ‌বে। ম‌নে রাখ‌তে হ‌বে তথ্য পাওয়া আমাদের আইনি অধিকার, সেবা পাওয়া আমা‌দের নাগ‌রিক অধিকার ও দুর্নী‌তিমুক্ত দেশ আমা‌দের সাং‌বিধা‌নিক অধিকার।