ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি ব্যাপক সংঘর্ষ


৯ ডিসেম্বর ২০১৯ ০৪:২৮

আপডেট:
১১ মে ২০২৫ ১১:৩৪

সিরাজগঞ্জ শহরের ইবি রোডে রোববার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সংঘর্ষে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাসেল আহমেদ সালমান খানসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।

আধঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।সংঘর্ষের পর উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন সকাল ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। একই সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে শহরে একটি বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালিটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে ইবি রোড অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন জানান, এ দিন বেলা ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। এ বিজয় র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

এতে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালিটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে ইবি রোডে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ র‌্যালিতে হামলা চালায়। এতে ছাত্রলীগ নেতাসহ দলের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাসেল আহমেদ সালমান খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সোহাগের নাম জানা গেছে। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান বলেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এদিন সকালে জেলা বিএনপির কার্যালয়ের পাশে ইবি রোডে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশ চলাকালে বিজয় র‌্যালি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ যুবদল ও ছাত্রদলের ১৫ জন আহত হন। এ ছাড়া তারা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

সদর থানার ওসি আবু দাউদ জানান,পরিস্থিতি এখন শান্ত আছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করতে আসেনি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. ফোরকান শিকদার বলেন, এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে তিনি তাৎক্ষণিক আহত পুলিশের নাম জানাতে পারেননি।

তিনি আরো বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।