ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বিএনিপ নেতা এখন আ.লীগের যুগ্ম আহ্বায়ক, নেতাকর্মীদের ক্ষোভ


১৫ নভেম্বর ২০১৯ ০০:২৯

আপডেট:
১২ মে ২০২৫ ০৪:১০

এলাসিন ইউনিয়নের সাবেক বিএনপি নেতা মোহাম্মদ আলী টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ২ নং যুগ্ম আহ্বায়ক হয়েছেন।

স্থানীয় নেতা কর্মীদের মাঝে এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, ২০০৮ সালের পূর্বে সে ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। ২০০১-২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতায় তখন সে বিএনপির হয়ে কাজ করেছে। তার বড় ভাই সালাউদ্দিন বিএনপির সমর্থক।

গেল ১১তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন প্রচারণা চালিয়েছেন মোহাম্মদ আলীর ভাই সালাউদ্দিন । তার পরিবারের সবাই বিএনপি সমর্থক।তার বাবার রাজাকারদের সাথে সখ্যতা রয়েছে।তিনিও এক সময় বিএনপির নেতা ছিল।

সময়ের পালাবদলে মোহাম্মদ আলী দেলদুয়ার উপজেলার আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সহায়তায় আওয়ামী লীগে যোগ দিয়েছে কিন্তু তার পরিবার এখনও বিএনপি সমর্থিত।এরকম বিএনপিপন্থি এবং রাজাকারদের সাথে যার পিতা সখ্যতা ছিল সে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের এলাসিন ইউনিয়ন শাখা এর এরকম পোষ্ট পায়? এমন প্রশ্ন স্থানীয় তৃণমূল রাজনীতিতে বিরাজ করে চলেছে।

ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন , রাজপথে ত্যাগ স্বীকার করা আওয়ামী লীগের কর্মীরা যেখানে আজ অবমূল্যায়িত, সেখানে হাইব্রিডের এমন মূল্যায়ন দেখে ত্যাগিদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করে চলেছে।যেখানে দেশরত্ন শেখ হাসিনা ত্যাগীদের মূল্যায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন,সেখানে মোহাম্মদ আলীর মত হাইব্রিড নেতার মূল্যায়নে ত্যাগী নেতাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দেশরত্নের হাতকে শক্তিশালী করতে ত্যাগীদের মূল্যায়ন অপরিসীম।

তৃণমূল নেতা কর্মীরা বলেন, জেলা আওয়ামী লীগ বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস করি।

এ বিষয়ে মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।