ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ভর্তির প্রশ্ন ফাঁস: অতিদ্রুত গ্রহণযোগ্য সমাধানের দাবি ঢাবি ছাত্রলীগের


১৮ অক্টোবর ২০১৮ ১৯:৫৫

আপডেট:
১১ মে ২০২৪ ১৩:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ইস্যুতে গ্রহণযোগ্য সমাধানের দাবি জানিয়েছে ঢাবি ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪ টি দাবি জানানো হয়। 

দাবি গুলো হলোঃ 

বুধবার রাতে অনশনকারি আক্তারের সাথে কথা বলেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক।  

এর আগে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে। নেতৃত্ব দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। 

বক্তব্যে যুগ্ম আহবায়ক রাশেদ খান বলেন, 'অনশনকারী আক্তারের কিছু হলে সম্পূর্ণ দায় ঢাবি প্রশাসনকে নিতে হবে'।   

তারা অতিদ্রুত পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেয়ার আহ্বান জানান। 

তারো আগে, আমরণ অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেনের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করছেন নিজ বিভাগর শিক্ষার্থীরা।