ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ফেসবুক স্টাটাসের কল্যাণে,

ছাত্রলীগের সা.সম্পাদকের মানবিকতায় মাকে ফিরে পেল আরিফ


১৪ নভেম্বর ২০১৮ ২০:৪৩

আপডেট:
১৪ নভেম্বর ২০১৮ ২১:০৪

 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা খ্যাত গোলাম রাব্বানীর ফেসবুক স্টাটাসের কল্যাণে মাকে খুঁজে পেলেন সৈয়দ আরিফুল হাসান জনি। গতকাল মঙ্গলবার মাকে খুঁজে পান তিনি।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক আরিফ এর মা অজুফা আক্তার অক্টোবর মাসের ২৩ তারিখ সকাল ৯.৩০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

মার খোঁজ না পেয়ে আরিফ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ এর সাবেক সহ-সম্পাদক নাঈমের সাথে যোগাযোগ করেন। নাঈম বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাথে কথা বললে তিনি এ নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। এরপর বিভিন্ন জায়গা থেকে নাঈমের কাছে ফোন আসে। সেখান থেকে নাঈম ঢাকার বিভিন্ন এলাকাতে ছবি দিয়ে পোস্টার লাগিয়ে দেন।মঙ্গলবার ফার্মগেট এলাকা থেকে আরিফের মাকে পাওয়া যায়।

এ বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আমার মমতাময়ী মা মারা গেছেন৷ আমি বুঝি মা হারানোর ব্যথা। সেজন্য আরিফের মাকে খুঁজে পাওয়ার জন্য একটু সহযোগিতা করলাম। শেখ হাসিনার ছাত্রলীগ এভাবে ইতিবাচক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের অন্তরে স্থান করে নিতে চায়।