ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


শরীয়তপুর-১: নৌকার মাঝি হতে চান ছাত্রলীগের সাবেক ৩ নেতা


১৪ নভেম্বর ২০১৮ ১৬:৪১

আপডেট:
১৪ নভেম্বর ২০১৮ ১৭:২১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের-১ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন অন্তত ছাত্রলীগের সাবেক ৩ নেতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের-১ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন অন্তত ছাত্রলীগের সাবেক ৩ নেতা । এই ভোটযুদ্ধের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগে চলছে মনোনয়নযুদ্ধ। দলীয় মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ।
মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় তৎপর অনেক আগে থেকেই। কর্মীদের সঙ্গে গড়ে তুলছেন নিবিড় সম্পর্ক। যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। পৌঁছে দিচ্ছেন সরকারের উন্নয়ন বার্তা। রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি অংশ নিচ্ছেন নানা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ডে। জানান দিচ্ছেন নিজেদের অবস্থান। হাইকমান্ডের সন্তুষ্টি অর্জনের প্রতিটি ধাপ পূরণের চেষ্টা করছেন তারা। এ দৌড়ে পিছিয়ে নেই ছাত্রলীগের সাবেক নেতারা। ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় এলাকায় রয়েছে তাদের আলাদা পরিচিতি। বয়সে তরুণ হওয়ায় কাজও করছেন নিরলস।
দুঃসময়ে ছাত্রলীগের রাজনীতিতে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছেন; বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় দল ও নেত্রীর পক্ষে আপসহীন ভূমিকা রেখেছেন তাদের অনেকেই নিজ নিজ এলাকায় রাজনৈতিকভাবে শক্ত ঘাঁটি স্থাপন করতে সক্ষম হয়েছেন। এবার নৌকার মনোনয়ন লড়াইয়ে তাদের অনেকেই চমক থাকতে পারেন। নবীনদের রাজনীতিতে সুযোগ করে দিতে দলীয় প্রধানও আগ্রহী। এবার নির্বাচনে সাবেক ছাত্রনেতাদের অনেকেই আওয়ামী লীগের টিকেট পেতে পারেন।
সম্ভাব্য প্রার্থী মধ্যে শরীয়ত-১ আসনে আলোচনায় রয়েছে সাবেক ছাত্রলীগের তিনজন নেতা। তারা হলেন,


সাবেকর কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী বর্তমান আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নুরজাহার আক্তার সবুজ। শরীয়তপুর পৌরসভার মেয়র সাবেক কেন্দ্রীয় ছাত্রনলীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম কোতোয়াল,