মনোনয়ন ফরম কিনলেন কামরুল হাসান রিপন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর -হাইমচর)আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন ।
রবিবার আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে কামরুল হাসান রিপন মনোনয়নপত্র সংগ্রহ করেন। চাঁদপুর-৩ (সদর -হাইমচর) আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর কামরুল হাসান রিপন বলেন, চাঁদপুর-৩ (সদর -হাইমচর)সবচেয়ে অবহেলিত এক জনপদ। অপার সম্ভাবনাময় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই এলাকা সবদিক দিয়েই পিছিয়ে রয়েছে। সেখানে এখনও তেমন লক্ষ্যণীয় অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। কর্মসংস্থানের জন্য স্বাধীনতার ৪৭ বছরে শিল্প-কারখানা গড়ে ওঠেনি।
তিনি বলেন, ‘এখন সময় এসেছে পরিবর্তনের। তাই অবহেলিত বৃহত্তর চাঁদপুর-৩ (সদর -হাইমচর) উন্নয়নের স্বার্থে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। সকলে যাতে আমাকে ভোট দিয়ে আমার পূরণের সুযোগ করে দেয় সেটাই আমি চাই।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস ক্লিন ইমেজ বিবেচনা করলে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে চাঁদপুর-৩ (সদর -হাইমচর)আসনে সবাইকে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে পারবো বলে আশা করছি।